ইউরিয়া সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ মিছিল
ইউরিয়া সারের বর্ধিত মূল্য প্রত্যাহার, সার, বীজ, কীটনাশক, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং কৃষি ঋণ প্রাপ্তীতে ঘুষ দুর্নীতি বন্ধের দাবীতে কুড়িগ্রাম জেলা সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট-বাসদ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে।
আজ বৃহস্পতিবার (৪ অগাস্ট) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারস্থ গোল চত্বরে ঘন্টাখানিক মানববন্ধন করা হয়।
এসময় বক্তব্য রাখেন কৃষক ফ্রন্টের জেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল বাশার মঞ্জু, জেলা বাসদ’র আহবায়ক কমরেড ফুলবর রহমান, বাসদ নেতা শেখ মো. আব্দুল খালেক, সাঈদ আকতার আমিন, প্রভাত বর্মণ প্রমুখ। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।