ফয়জুন্নেছা হলের নয়া প্রাধ্যক্ষ জিল্লুর রহমান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান।
আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ মো. সাদেকুজ্জামানের মেয়াদ গেলো বছরের ১ জুলাই থেকে ২০২২ সালের ৪ আগস্ট পর্যন্ত ভূতাপেক্ষিকভাবে বৃদ্ধি করে আগামী ৫ আগস্ট থেকে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমানকে আগামী ২ (দুই) বছরের জন্য প্রভোস্ট হিসেবে নিয়োগ করা হল।