আর্কাইভ থেকে এশিয়া

সৌদিতে হজ প্রটোকল ঘোষণা

সৌদি আরবে হজ ১৪৪২ প্রটোকল ঘোষণা করেছে দেশটির হজ এবং ওমরাহ মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, চলতি বছর করোনাভাইরাসের কারণে হজে অংশ নিতে পারবে শুধুমাত্র ১৮ থেকে ৬০ বছর বয়সী মানুষেরা। ১৮ বছরের নিচে এবং ৬০ বছরের বেশি বয়সী কেউ অংশ নিতে পারবে না।

সৌদি গণমাধ্যম জানায়, হজে অংশগ্রহণকারীদের সৌদি আরবে প্রবেশের অন্তত এক সপ্তাহ আগে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে। আর দেশটিতে প্রবেশের ৭২ ঘণ্টা আগে করা কোভিড-১৯ পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে।

প্রটোকলে আরো বলা হয়েছে, সৌদি আরবে যাওয়ার পর হজে অংশগ্রহণকারীদের ৭২ ঘণ্টা কোয়ারেন্টিনে থাকতে হবে। সেখানে আবারো পিসিআর টেস্ট হবে এবং নেগেটিভ রিপোর্ট পাওয়ার পর কোয়ারেন্টিন শেষ হবে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, হজ উপলক্ষে স্বাস্থ্য প্রটোকল প্ল্যান অনুযায়ী সব হাজী এবং হজ কর্মীরা আলাদা ব্যাজ পরিধান করবে এবং সবাইকে একে অপরের থেকে অন্তত দেড় মিটার শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রতিটি গ্রুপ ১০০ জনের করে হবে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন