আন্তর্জাতিক

রাফা ছেড়ে পালিয়েছে ৩ লাখের অধিক ফিলিস্তিনি

রাফায় হামলা জোরদার করেছে ইসরাইলি বাহিনী। আর এ হামলার কারণে শহরটি থেকে ৩ লাখের অধিক মানুষ পালিয়ে গেছেন। খবর- আল-জাজিরা 

ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ এক বিবৃতিতে জানায়, গেলো এক সপ্তাহে প্রায় ৩ লাখ ৬০ হাজারের মতো ফিলিস্তিনি রাফা ছেড়ে পালিয়েছে। অন্যদিকে গাজার উত্তর দিকে হামলা বৃদ্ধি পাওয়ায় অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে।

সংস্থাটি বলছে, একমাত্র যুদ্ধবিরতি সবার নিরাপত্তা নিশ্চিত করতে পারে।

উল্লেখ্য, গেলো বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৩৫ হাজারের মতো ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন