নারাইন কোলকাতায় পার্থক্য গড়ে, মন্তব্য সল্টের
সুনীল নারাইনের মতো ক্রিকেটার একটা দলের জন্য গুরুত্বপূর্ণ। তা কোলকাতা নাইট রাইডার্স ভালোমতোই বুঝতে পারছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নারাইন ব্যাটিং ও বোলিং দুই জায়গাতেই দারুণ পারফর্ম করে যাচ্ছেন। তাকে নিয়ে মুখ খুললেন ইংলিশ ক্রিকেটার ফিল সল্ট।
আজ (সোমবার) গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামার কথা ছিল কোলকাতার। তবে বৃষ্টির বাঁধায় ম্যাচটি এখনো শুরু হয়নি। সেই ম্যাচের আগে নারাইনকে প্রশংসায় ভাসিয়েছেন সল্ট। এই ক্রিকেটার জানিয়েছেন, "আমাদের আলাদা যে ব্যাপার, আমরা সানি'কে (সুনীল নারাইন) পেয়েছি। সে এমন যে, তার ব্যাট ও বলের মাধ্যমে ১৩ জন ক্রিকেটারের কাজ করে দেয়। সে সবাইকে ফ্রি করে দেয়, তাতে আমরা নিজেদের মতো খেলতে পারি। সানি খুবই 'চিল' থাকে, যেমন আমিও মাঝের দিকে থাকি। আমরা জানি, আমরা ভালো করছি এবং সবাইকে মনে করিয়ে দিতে চাই। আশা করি এটা ধরে রাখতে পারব।"
এখন পর্যন্ত ১২ টি ম্যাচ খেলে ৩৮.৪১ গরে ৪৬১ রান করেছে নারাইন। যেখানে ১ টি সেঞ্চুরি এবং ৩ টি হাফ সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতে ১৫ টি উইকেট ঝুলিতে তুলেছেন এই উইন্ডিজ ক্রিকেটার।
এরমধ্যে ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে কোলকাতা।
এম/এইচ