আগামী বছর পাকিস্তান সফর করবে আয়ারল্যান্ড
আগামী বছর পাকিস্তান সফর করবে আয়ারল্যান্ড। ক্রিকেট আয়ারল্যান্ড তাদের ফিউচার ট্যুর’স প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে এই সফরকে অন্তর্ভুক্ত করেছে। ২০২৫ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসে সফর করবে আইরিশ স্কোয়াড। সেখানে তারা পাকিস্তানের বিপক্ষে ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ, ৩ টি ওডিআই ম্যাচ খেলবে।
আয়ারল্যান্ড বোর্ডের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত জানা যায়নি। সিরিজের নির্দিষ্ট তারিখ ও ভেন্যু পরিষ্কার করেনি তারা। সিদ্ধান্তটি চূড়ান্ত হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি এবং আয়ারল্যান্ড বোর্ডের চেয়ার ব্রায়ান ম্যাকনিসের সাক্ষাতের পর।
প্রথমে জানা যায়, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে আয়ারল্যান্ডের। তবে পরবর্তীতে পিসিবির সাথে যোগাযোগ করা হলে, এমন কিছু জানা যায়নি। সামনে এই সফরের পুরো বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। শুধু পুরুষ দলের সিরিজ নয়। পাকিস্তান ও আয়ারল্যান্ডের নারী দলের সিরিজ নিয়েও আলোচনা হয়েছে।
পাকিস্তান দল বর্তমানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ডে অবস্থান করছে। সিরিজটি এখন ১-১ সমতায় অবস্থান করছে। আজ (মঙ্গলবার) রাত ৮ টায় সিরিজ-নির্ধারনী ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এম/এইচ