আর্কাইভ থেকে বাংলাদেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নাগরিক মঞ্চের প্রতিবাদ সমাবেশ

জ্বালানি তেলের হঠাৎ মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৬ অগাস্ট) দুপুরে শহরের ডিবি রোডে গানার্সের সামনে এ প্রতিবাদ সমাবেশ করা হয়।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যর বৃদ্ধিতে সাধারণ জনগন অতিষ্ঠ। এমতাবস্থায় গভীর রাতে জনগনকে আগে থেকে না জানিয়ে একতরফা মূল্য বৃদ্ধি, জন জীবনে নৈরাজ্য ডেকে এনেছে। তারা আরও বলেন, বিশ্ব বাজারে যখন জ্বালানি তেলের মূল্য কমেছে সরকার তখন তেলের দাম বৃদ্ধি করছে।  হঠাৎ করে তেলের দাম বৃদ্ধি করলেন কোন মহলকে খুশি করার জন্য।   জ্বালানি তেলসহ  সকল দ্রব্য মূল্যর দাম কমানোর জন্য তারা জোর দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নাগরিক মঞ্চের আহ্বায়ক ও গাইবান্ধা জেলা বারের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু,সদস্য সচিব প্রবীর চক্র বর্তী, সামাজিক সংগ্রাম পরিষদের  আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, সদস্য সচিব হাসান মোর্শেদ দিপন, স্কুল শিক্ষক আব্দুল আহাদ বকুল,এ্যাড.ফারুক কবির, এ্যাড.মোহাম্মদ আলী প্রমানিকসহ অনেকেই।

এ সম্পর্কিত আরও পড়ুন