ক্রিকেট

জুনে সব সংস্করণের সিরিজ খেলবে ভারত ও দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা নারী দল ভারত সফর করতে যাচ্ছে আগামী জুন মাসে। সিরিজটি শুরু হবে ৩ ওডিআই দিয়ে, এরপর একমাত্র টেস্ট এবং শেষ হবে ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। বেঙ্গালুরুতে একটি প্রস্তুতি ম্যাচ এবং ওডিআই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চেন্নাইতে।

আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশে অনুষ্ঠিত এই আয়োজন ঘিরে প্রস্তুতি নিবে দুই দল। এরমধ্যে ভারত ও বাংলাদেশের ৫ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়ে গেছে। যা বাংলাদেশের মাটিতে, সিলেট আয়োজন করে।

বোর্ড প্রেসিডেন্ট'স ইলেভেনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৩ জুন। এরপর প্রোটিয়া নারীরা জুনের ১৬, ১৯ ও ২৩ তারিখ ৩ টি ওডিআই ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। জুনের ২৮ থেকে জুলাইয়ের ১ তারিখ পর্যন্ত একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ম্যাচগুলো জুলাইয়ের ৫, ৭ ও ৯ তারিখ আয়োজন হবে।

একমাত্র টেস্ট ম্যাচটি সূচিতে প্রথমে ছিল না। এরপর বিসিসিআই ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) বৈঠক করে। তারা নারীদের টেস্টের ব্যাপারে সম্প্রতি অগ্রসর হয়েছে। যার ফলশ্রুতিতে এই ম্যাচটি অন্তর্ভুক্ত করা হয়।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন