বিশ্বের বৃহত্তম ও শক্তিশালী হাত, এক মুঠোয় ধরেন বাস্কেটবল
বিশ্বের সবচেয়ে বড় ও খুবই শক্তিশালী হাত। আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে বড় হাতের মালিক তিনি। তার প্রত্যেকটি বাহুর পরিধি ২০ ইঞ্চি বা ৪৯ সেন্টিমিটার। এক হাতের পাঁচ আঙ্গুলের মধ্যেই তিনি ধরে রাখতে পারেন পুরো একটি বাস্কেটবল।
মার্কিন গণমাধ্যম ফক্স ৯ এর প্রতিবেদন অনুযায়ি মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী শক্তিশালী হাতের অধিকারী এই ব্যক্তির নাম জেফ দেব। দেবের এই অস্বাভাবিক হাত কোনো জিনগত কারণে নয়। ঈশ্বরই তাকে এই হাতের অধিকারী করে দিয়েছেন। পেশায় দেব একজন ভারী মেশিন অপারেটর।
একজন মানুষ যেখানে এক হাতে চার/পাঁচটির বেশি ডিম ধরে রাখতে পারেন না, সেখানে দেব ৮টি ডিম অনায়াসেই ধরে রাখতে পারেন। তার হাতের সঙ্গে অন্যদের তুলনা করলে নিতান্তই শিশুর মতো দেখায়।
জেফ দেবের আঙ্গুলে আংটি পরানোর জন্য তা বিশেষভাবে তৈরি করা হতো। কারণ তার আঙ্গুলে ছয় ইঞ্চি ব্যাসের আংটির প্রয়োজন হয়। হাতের গ্লোবস পেতে বেশ বেগ পোহাতে হয়। অস্বাভাবিক মোটা আর বড়োর কারণে তার হাতের গ্লোবস বাজারে পাওয়া যায় না।
এক সময় ছিলেন পেশাদার পাঞ্জা কুস্তিগির। অনেক বাঘা বাঘা কুস্তিগিরকেও হারিয়ে দিতেন অতি সহজেই। ডান হাতের আঙ্গুলে চোট পাওয়ায় একসময় পাঞ্জা লড়াই থেকে অবসর নিলেও ২০১২ সালে আবারো ফিরে আসেন দেব। বর্তমানে ৫০ বছর বয়সী এই কুস্তিগির বাম হাতের সাথে পাঞ্জা লড়াই করে থাকেন।
সম্পূর্ণ সুস্থ দেহের অধিকারী দেব হাইস্কুলে পড়ার সময় থেকেই পাঞ্জা লড়াই শুরু করেন। ওইসময় বন্ধু-বান্ধব, ভক্ত ও প্রতিবেশিরা তাকে রিয়েল লাইফ পোপে বা শুধু পোপে নামে ডাকতেন।
অস্বাভাবিক আকৃতির আঙ্গুল ও হাত নিয়ে জন্মেছিলেন তিনি। তবে ঈশ্বরের দেওয়া এই উপহারকে বেশ ভালভাবে কাজে লাগাচ্ছেন। এই দৈত্যাকার হাতের মাধ্যমেই সরঞ্জাম উত্তোলন, কাঠ কাটাসহ বিভিন্ন কাজ করে পারিবারিক খামার পরিচালনা করছেন দেব।
এমআর//