ক্রিকেট

আইপিএল ছেড়ে দেশে উড়াল দিলেন রাবাদা

টিস্যুতে সংক্রমণ হয়েছে দক্ষিণ আফ্রিকা পেসার কাগিসো রাবাদার। ফলে আইপিএল ছেড়ে নিজ দেশে উড়াল দিয়েছেন তিনি। রবিবার তিনি পাঞ্জাব কিংস ছেড়ে গেছেন। তবে আশা করা যাচ্ছে পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকার সুযোগ থাকছে তার।

রাবাদা পাঞ্জাবের হয়ে ১১ ম্যাচ খেলে ১১ টি উইকেট সংগ্রহ করেছেন। যেখানে তার ইকোনমি রেট ছিল ৮.৮৫, তবে দলের শেষ দুই ম্যাচে ছিলেন না তিনি। ইতোমধ্যে পাঞ্জাব ছিটকে গেছে আইপিএলের চলতি মৌসুম থেকে। ফলে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে তার আর কোনো বাঁধা নেই।

ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) থেকে বিবৃতি প্রকাশিত হয়েছে। যেখানে তারা জানিয়েছে, রাবাদার বিষয়টি মেডিকেল দল দ্বারা পুরো পর্যবেক্ষণ করা হবে।

রাবাদা দক্ষিণ আফ্রিকা স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য। বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে একমাত্র 'ব্ল্যাক আফ্রিকান' হিসেবে সুযোগ হয়েছে তার। যা নিয়ে অনেকটা বিতর্ক তৈরি হয়েছে বটে। অন্যদিকে লুঙ্গি এনগিডি ট্রাভেলিং রিজার্ভ হিসেবে সুযোগ পেয়েছেন। প্রোটিয়াদের অন্য ফাস্ট বোলাররা; আনরিখ নরকিয়া, জেরাল্ড কোয়েটজি, অটনিয়েল বার্টম্যান ও মার্কো জানসেন।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন