বিনোদন

‘পদাতিক’-এ মৃণাল সেনের ঝলকে মুগ্ধ করলেন চঞ্চল চৌধুরী

প্রকাশ্যে এসেছে সৃজিত মুখার্জি পরিচালিত বহুল প্রতিক্ষীত বায়োপিক ‘পদাতিক’-এর টিজার । যেদিন থেকে অভিনেতা চঞ্চল চৌধুরীকে মৃণাল সেনের লুকে দেখা গিয়েছিলো, সেদিন থেকেই ভক্তরা সিনেমাটির জন্য অধীর অপেক্ষায় ছিলেন। অবশেষে ১ মিনিটি ৩৭ সেকেন্ডের টিজারে ভিন্নভাবে দেখা মিলল নাম ভূমিকায় অভিনয় করা চঞ্চল চৌধুরীর।

মৃণাল সেনের চরিত্রে অভিনয় করাটা যে দুঃসাহসিক ব্যাপার সেটা অকপটে মেনে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে চঞ্চল চৌধুরী জানান, “এই চরিত্রে অভিনয় করার জন্য সাহস থাকতে হয়। সেই সাহস বা যোগ্যতা আমার আছে কিনা সেটা বলার আগে, একজন তৃতীয় ব্যক্তি হয়ে বিষয়টা চিন্তা করতেই অবিশ্বাস্য লাগছে।”

ওপাড় বাংলায় নিজ জনপ্রিয়তা প্রসঙ্গে এই অভিনেতা বলেন, “কলকাতার দর্শকরা আমার কাজ দেখতে চাইছেন, আমাকে ভালোবাসেন, এটা আমার জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার। সেটা সৃজিতের হাত ধরেই শুরু হচ্ছে। আশা করি ব্যাপারটা খুবই চমৎকার হবে।”

সিনেমার টিজারে মৃণাল সেনের চিত্রনাট্য লেখা, শুটিং করা, সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণসহ বেশ কিছু বিষয় উঠে এসেছে। তরুণ থেকে বয়সী-সব চরিত্রেই মানানসই ছিলেন চঞ্চল চৌধুরী

অনেকটা গোপনেই গেল বছরের ১৫ জানুয়ারি শুরু হয় ‘পদাতিক’ সিনেমার শুটিং। কলকাতা, মুম্বাইসহ ভারতের বাইরেও কিছু দৃশ্য ধারণ করা হয়। বায়োপিক’টিতে চঞ্চল চৌধুরী ছাড়াও জিতু কমল, মনামী ঘোষসহ অনেকে অভিনয় করেছেন।

এসআই/

 

এ সম্পর্কিত আরও পড়ুন