আ. লীগ বা ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে: জাহাঙ্গীর আলম চৌধুরী
আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে। বলেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষি খাতের সার্বিক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না পাওয়া প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, কৃষি সংক্রান্ত বিষয় ছাড়া তিনি অন্য কোনো প্রশ্নের উত্তর দেবেন না। এ সময় এক সাংবাদিক স্মরণ করিয়ে দেন যে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাও। জবাবে জাহাঙ্গীর আলম বলেন, “স্বরাষ্ট্রের বিষয়ে আলাদা সময় ডাকব।”
আরেক সাংবাদিক দায়বদ্ধতার কথা তুললে উপদেষ্টা বলেন, “আজ আমি কৃষির বিষয়ে কথা বলতে এসেছি। কৃষি ছাড়া অন্য কোনো বিষয়ে বলব না। আপনারা কৃষকদের সমস্যাগুলো বলেন না। এগুলো হলো সমস্যা।’
পরবর্তীতে একই প্রসঙ্গে আবার প্রশ্ন করা হলে তিনি সভাকক্ষ ত্যাগ করেন।
প্রসঙ্গত, বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী তার শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন। অভিযোগ ওঠে, স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার জন্য সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাদ্দামের পরিবার প্যারোলে মুক্তির আবেদন করেনি। তারা কেবল জেলগেটে মরদেহ দেখানোর আবেদন করেছিল।
এমএ//