মারা গেছেন বাংলাদেশের ‘অকৃত্রিম বন্ধু’ সাংবাদিক মার্ক টালি
মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে বিবিসি রেডিওতে যার কণ্ঠ শোনার অপেক্ষায় থাকত বাংলাদেশের মানুষ, পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ ও বাঙালির দুর্দশার বাস্তব চিত্র যিনি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলেন—সেই প্রখ্যাত সাংবাদিক ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু স্যার মার্ক টালি আর নেই।
বিবিসির সাবেক এই সাংবাদিক নয়া দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৫ জানুয়ারি) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ৯০ বছর।
বিবিসি হিন্দি সার্ভিস জানায়, মার্ক টালির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী সতীশ জ্যাকব।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মার্ক টালি ছিলেন বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা। সে সময় বিবিসি রেডিওতে তার প্রতিবেদনই মুক্তিযুদ্ধের খবর জানার অন্যতম প্রধান ও নির্ভরযোগ্য উৎস ছিল।
মুক্তিযুদ্ধে তার সাহসী ভূমিকা ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার ২০১২ সালে তাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে।
এসি//