ক্রিকেট

টাইগারদের শুভকামনা জানিয়ে সাইফউদ্দিনের পোস্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। দলে মোহাম্মদ সাইফউদ্দিনের সুযোগ পাওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত তিনি নেই। সাইফউদ্দিনকে ছাড়াই আজ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। এরমধ্যে অফিশিয়াল ফটোসেশন ও সংবাদ সম্মেলন হয়ে গেছে আজ (বুধবার)। সাইফউদ্দিন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন আজ বিকেলে।

দল ঘোষণার আগ পর্যন্ত নানা আলোচনা ছিল। কারা সুযোগ পাবেন ১৫ সদস্যের স্কোয়াডে, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কথা হয়েছে অনেক। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলে ফিরেছেন সাইফউদ্দিন। এর আগে চোটে পড়ে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। জিম্বাবুয়ে সিরিজে তার পারফরম্যান্স উইকেট সংখ্যা বিবেচনায় মোটেও খারাপ নয়। তবে নির্বাচকরা যা দেখতে চেয়েছেন, সেই প্রত্যাশা মেটাতে পারেননি তিনি।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাইফউদ্দিনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন, "আমরা যে কারণে সাইফউদ্দিনের দিকে তাকিয়ে ছিলাম যে ডেথ ওভারে ইয়র্কার করা, সেটা ঘরোয়া ক্রিকেটে যেমন ছিল, তার চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একটু ব্যতিক্রম মনে হয়েছে। তাই আমরা একটু ভিন্ন চিন্তা করেছি। ৩০ তারিখে যে দলটা দিয়েছিলাম, সেখান থেকে একমাত্র এ জায়গাটাতেই পরিবর্তন হয়েছে।"

সাইফউদ্দিনের একটি পোস্ট এরমধ্যে নজর কেড়েছে। ফেসবুকে দেওয়া সেই পোস্টে হাজার হাজার মানুষ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। এই অলরাউন্ডারকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছেন। বাংলাদেশ দলের অফিশিয়াল দলীয় ছবিটি শেয়ার করে, সাইফউদ্দিন লিখেছেন, "শুভকামনা বাংলাদেশ দলের জন্য।"

 

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ৩ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। জুনের ২ তারিখ থেকে শুরু হওয়া বিশ্ব-আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ৮ জুন, শ্রীলঙ্কার বিপক্ষে। আজ মধ্যরাতে দেশ ছাড়বে টাইগাররা।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন