বাংলাদেশ দলকে শুভকামনা জানালেন মিরাজ
বাংলাদেশ দলের বিশ্বকাপ দল ঘোষণা হয়েছে দুই দিন হয়ে গেল। এরমধ্যে বুধবার মধ্যরাতে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে দেশ ছেড়েছে টাইগাররা। দলে খুব বেশি চমক নেই। তবে আলোচনা ছিল মোহাম্মদ সাইফউদ্দিনের না থাকা নিয়ে। কিছুটা আলোচনা ছিল মেহেদী হাসান মিরাজকে নিয়েও। তারও সুযোগ হয়নি স্কোয়াডে।
মেহেদী হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এক পোস্ট লিখেছেন। যেখানে বাংলাদেশ দলের প্রতি শুভকামনা জানিয়েছেন তিনি। মিরাজকে দেখার আশা অনেকেই করছিল। যদিও টি-টোয়েন্টিতে মিরাজ থাকবেন- এমন আশাও খুব বেশি ভক্ত-সমর্থক রাখেনি। তবুও কেউ কেউ ভেবেছিল।
মিরাজ ফেসবুকে দলীয় একটি ছবি পোস্ট দিয়ে লিখেছেন, "দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক ও শুভাকাঙ্ক্ষী হিসেবে সবসময় আমিও এই দলেরই একজন... টি২০ বিশ্বকাপের এই পথচলায় সবার প্রতি শুভকামনা।"
মিরাজ ওডিআই ও টেস্ট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে ছিলেন না তিনি। তাই ধারণা করা যাচ্ছিল বিশ্বকাপ স্কোয়াডেও হয়তো সুযোগ মিলবে না এই অলরাউন্ডারের। শেষ পর্যন্ত নির্বাচকদের বিবেচনায় রাখা হয়নি মিরাজকে।
এম/এইচ