ক্রিকেট

জুনে শ্রীলঙ্কার আয়োজনে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ

শ্রীলঙ্কা নারী দলের আয়োজনে ৩ টি ওডিআই এবং ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার জন্য নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে কাজ করবে সিরিজটি। এশিয়া কাপ শুরু হবে জুলাইয়ের ২০ তারিখ থেকে। মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকায় সফর করেছে লঙ্কানরা। উইন্ডিজের সাথে সিরিজটি হতে যাচ্ছে শ্রীলঙ্কা নারী দলের জন্য এ বছরের দ্বিতীয় দ্বিপাক্ষিক সিরিজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের শেষ সফর হতে যাচ্ছে শ্রীলঙ্কায়। আগামী অক্টোবর থেকে বাংলাদেশে শুরু হচ্ছে ২০ ওভারের বিশ্বকাপ। ইতোমধ্যে পাকিস্তানের বিপক্ষে প্রায় এক মাসের লম্বা সফর করছে উইন্ডিজ নারী দল। যেখানে তারা ওডিআই ও টি-টোয়েন্টি দুই সিরিজেই জয় লাভ করে।

এর আগে ২০১৭ সালে সর্বশেষ শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের নারীরা দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়। যেখানে টি-টোয়েন্টি ও ওডিআই দুই জায়গাতেই লঙ্কানদের সব ম্যাচে হারিয়ে দেয় উইন্ডিজরা। অবশ্য আসন্ন সিরিজটিতে বেশ প্রতিদ্বন্দ্বিতা আশা করা যাচ্ছে। খুব বেশি দিন নয়; ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় করেছে শ্রীলঙ্কা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজটি হবে জুনের ১৫ থেকে ২১ তারিখ পর্যন্ত, গলে। সিরিজটি আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অংশ থাকবে। যা ২০২৫ সালের ওডিআই বিশ্বকাপের জন্য কাজে দেবে। টি-টোয়েন্টি ম্যাচগুলো জুনের ২৪ থেকে ২৮ তারিখ পর্যন্ত হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন