বিশ্বকাপে পাকিস্তান দল নিয়ে হাফিজের শঙ্কা
পাকিস্তান দলের বিশ্বকাপ-যাত্রা কেমন হবে, তা নিয়ে মত ব্যক্ত করছেন সাবেকরা। পাকিস্তান ক্রিকেটে খেলে গেছেন এমন অনেকেই জানিয়েছেন নিজেদের মতামত। কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেটের দল পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ হাফিজ। তিনি কিছুটা আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্বকাপে পাকিস্তানের অবস্থান নিয়ে।
একটি স্থানীয় গণমাধ্যমে কথা বলেছেন হাফিজ। দলের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন। একইসাথে পাকিস্তানের বর্তমান দল বিশ্বকাপে কেমন করতে পারে, সে বিষয়ে আলোচনা তুলেছেন। যেখানে আশার চেয়ে, শঙ্কা দেখছেন তিনি।
তিনি বলেন, "দেখুন একজন পাকিস্তানি হিসেবে পারফরম্যান্স বিবেচনায় আমার হৃদয় সবসময় পাকিস্তানের পক্ষেই থাকবে। কিন্তু মূল বিষয়গুলো ভাবনায় আনলে মনে হচ্ছে, পাকিস্তান দল সংগ্রাম করবে।"
দলের গাঠনিক দিক এবং চিন্তাভাবনায় কমতি দেখছেন হাফিজ। কোন খেলোয়াড়ের কী ভূমিকা তা পরিষ্কার নয়- বলে তিনি মনে করেন।
এই সাবেক ক্রিকেটার বলেন, "এর পেছনে একটিই কারণ দেখা যায়, তারা গাঠনিক দিক ও ভাবনায় এখনো প্রস্তুত নয়। একটি নিয়ন্ত্রিত দল হিসেবে, তাদের ভূমিকা কী হবে, তাও পরিষ্কার নয়।"
হাফিজ জানিয়েছেন তিনি সবসময় পাকিস্তানের পক্ষে থাকছেন। তার হৃদয় দিয়ে অন্তত তাই বোধ করেন। কিন্তু বাস্তবতায় ফিরলে কিছুটা ভারসাম্যহীন বলে মনে হয় তার।
এম/এইচ