আর্কাইভ থেকে করোনা ভাইরাস

উন্নয়নশীল দেশগুলোর টিকা তৈরির পথ রুখছে ধনী দেশগুলো

উন্নয়নশীল দেশগুলো যাতে তাদের নিজেদের জন্য টিকার উৎপাদনের সক্ষমতা অর্জন করে সেই সহায়তার প্রস্তাব আটকে দিচ্ছে ব্রিটেনসহ বিশ্বের ধনী দেশগুলো। এ সংক্রান্ত একটি নথি ফাঁস হয়েছে বিবিসি নিউজনাইট অনুষ্ঠানে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি ফাঁস হওয়া নথির অনুলিপি থেকে এই তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সহায়তা করতে বলেছিল বিশ্বের কয়েকটি গরিব দেশ। আন্তর্জাতিক আইনের বিধান অনুযায়ী গরিব দেশগুলোকে সহায়তা দেওয়ার কথা থাকলেও তা উপেক্ষা করছে ধনী দেশগুলো। এই ধনী দেশগুলির মধ্যে রয়েছে ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।

ভাষাসহ এমন আরও অনেক বিষয় আছে যার কারণে একটি দেশের পক্ষে অভ্যন্তরীণভাবে আরও বেশি টিকা এবং ওষুধ উৎপাদন করা সহজ হয়। এর মধ্যে এমন উদ্যোগও থাকবে যা অর্থায়ণের বিষয়টিকে সহজতর করবে। এদিকে, এ ধরণের প্রগতিশীল প্রস্তাবগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে ব্রিটেন। এ কথা বলেছেন জাস্ট ট্রিটমেন্টের ডায়ারমেড ম্যাকডোনাল্ড। মূলত জাস্ট ট্রিটমেন্ট রোগীদের একটি গোষ্ঠী যারা ওষুধের সুষ্ঠু সরবরাহে জন্য কাজ করে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন