আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

পৃথিবীর খুব কাছে দিয়ে যাবে সৌরজগতের বৃহত্তম গ্রহাণু

আগামীকাল রোববার পৃথিবীর খুব কাছ দিয়ে পাবে সৌরজগতের বৃহত্তম একটি গ্রহাণু। শুক্রবার এ তথ্য জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকরা। তারা জানায়, পৃথিবী থেকে চাঁদের যতখানি দূরত্ব তার চেয়ে পাঁচগুণ দূরত্বে থেকে পৃথিবীকে পাশ কাটাবে গ্রহাণু। এ কারণে পৃথিবীর কোনোরকম ক্ষতির আশঙ্কা নেই বলে মানুষকে আশ্বস্ত করেছে বিজ্ঞানীরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, নাসার এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার পৃথিবী থেকে প্রায় ২০ লাখ কিলোমিটার দূর দিয়ে একটি বড় আকারের গ্রহাণু পৃথিবীকে অতিক্রম করবে। আর কোনো গ্রহাণু পৃথিবীর এতো কাছে আসবে না ২০৫২ সালের আগ পর্যন্ত। পৃথিবীর জন্য বিপজ্জনক না হলেও এমন দুর্লভ ঘটনা সচরাচর ঘটে না।

২১ মার্চ নাগাদ পৃথিবীর কান ঘেঁষে চলে যাবে সৌরজগতের বৃহত্তম গ্রহাণুটি। এর নাম ২০০১ এফও৩২, ব্যাস প্রায় তিন হাজার ফুট। এটি ২০ বছর আগে আবিষ্কার হয়েছিল।

প্রতি ঘণ্টায় ৭৭ হাজার মাইল বেগে ছুটে যাবে গ্রহাণুটি। এটি ভয়ঙ্কর এক বেগ। দক্ষিণ আকাশ দিয়ে এটি ছুটে যাওয়ার সময় সবচেয়ে উজ্জ্বল থাকবে। প্রতি ৮১০ দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে বিশেষ এই গ্রহাণুটি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন