আর্কাইভ থেকে বাংলাদেশ

পিরোজপুরে নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে পিরোজপুরে বিরুপ আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও টানা কয়েক দিনের বর্ষায় এবং অতি জোয়ারের চাঁপে তলিয়ে যাওয়া জেলার নিম্নাঞ্চলের পানি এখনো কমেনি। ফলে এক দিকে যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে আউশের ক্ষেত ও আমনের বীজ তলা অন্যদিকে ক্ষতিগ্রস্থ হচ্ছে কয়েক শত মাছের ঘের।

সমুদ্রের নিম্নচাপের কারনে এবং টানা কয়েক দিনের বর্ষায় ইতোমধ্যেই ২ থেকে আড়াই ফুট পানিতে তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চল। ফলে জেলার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ পানিতে তলিয়ে গেছে। এমনকি কিছু প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ডুবে অফিস ও শ্রেণিকক্ষে পানি প্রবেশ করেছে। ফলে শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। 

তাছাড়া সদরের শারিকতলা ডুমুরিতলা, কাউখালী, ইন্দুরকানী, ভান্ডারিয়া এবং মঠবাড়িয়া উপজেলার বেশ কিছু ভাঙ্গা বেরিবাধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করায় বিপাকে পড়েছেন এ সব এলাকার মানুষেরা। ফলে ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

এ সম্পর্কিত আরও পড়ুন