সোনালী ব্যাংকের সোয়া ৩ কোটি উধাও হওয়ার ঘটনায় গ্রেপ্তার ১
গাইবান্ধা সোনালী ব্যাংকের সোয়া তিন কোটি টাকা উধাও হওয়ার ঘটনায় প্রতারক চক্রের সদস্য আমির ইন্টারন্যাশলের একাউন্টেরর মালিক আবু তাহেরকে গ্রেফতার করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নোয়াখালি থেকে তাকে ৩০ লক্ষ টাকাসহ গ্রেফতার করে ।
আজ বৃহস্পতিবার (১১ আগষ্ট) দুপুরে গাইবান্ধা পিবিআইয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই পুলিশ সুপার এ আর এম আলিফ।
তিনি বলেন, সম্প্রতি সোনালী ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি মৌখিকভাবে পিবিআইকে অবগত করলে আবারও আলোচনায় আসে সরকারি এ ব্যাংকের আর্থিক অব্যবস্থাপনার বিষয়টি।
পরে ১০ আগষ্ট বিকেলে সোনালি ব্যাংক গাইবান্ধা প্রধান শাখার ম্যনেজার বাদি হয়ে এক জনের নাম উল্লেখ করে একটি প্রতারণার মামলা করে। মামলা আমলে নিয়ে প্রতারক চক্রের সদস্য আমির ইন্টারন্যাশলের একাউন্টেরর মালিক আবু তাহেরকে ৩০ লক্ষ টাকা সহ নোয়াখালি থেকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গাইবান্ধা সোনালি ব্যাংকের ৩ কোটি ২৫ লক্ষ টাকা ভুল হিসেব নাম্বরে যাওয়ায় পিবিআই তদন্ত করছে এবং আপাদত এক জনকে আটক করেছে।
গাইবান্ধা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো ওয়াহেদুল ইসলাম এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
গেলো ৬ জুলাই দুপুরে ডাচ বাংলা ব্যাংকের এক কর্মকর্তা ব্যাংকটির অপর শাখায় টাকা ট্রান্সফার করতে সোয়া ৩ কোটি টাকার একটি ভাউচার জমা দেন গাইবান্ধার সোনালী ব্যাংকের প্রধান শাখায়। সেই টাকা ডাচ বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ে জমা হওয়ার কথা থাকলেও জমা হয় আমির ইন্টারন্যাশনাল নামক একটি প্রতিষ্ঠানের হিসাব নাম্বারে। এরপর টাকা উদ্ধারে জন্য সোনালী ব্যাংক কর্তৃপক্ষ বিভাগীয় বা আইনগত কোন ব্যবস্থা নেয়নি।
সোনালী ব্যাংক বিষয়টি ধামাচাপা দেবার চেষ্টা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় বিষয়টি প্রকাশ হলে গাইবান্ধাসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়। বিষয়টি দীর্ঘ এক মাস পর সম্প্রতি সোনালী ব্যাংক কর্তৃপক্ষ মৌখিকভাবে পিবিআইকে অবগত করে। ১০ আগষ্ট বিকেলে সোনালি ব্যাংক গাইবান্ধা প্রধান শাখার ম্যনেজার বাদি হয়ে এক জনের নাম উল্লেখ করে একটি প্রতারণার মামলা করে ।