দেশজুড়ে

আগুনে পুড়ে ছাই ৪২ টি ফার্নিচারের দোকান

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বাঁশঘাটা এলাকায় ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের ৪২ টি দোকান পুড়ে গেছে। আগুনে আহত হয়েছেন ২ জন । ফায়ার সার্ভিসের দুই ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ক্ষয় ক্ষতি হয়েছে ৬ কোটি টাকার বেশি মালামাল। আজ

বুধবার (২২ মে) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নে এই ঘটনা ঘটে বলে বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন রামু ফায়ার স্টেশনের অফিসার মো. হাসান চৌধুরী।

হাসান চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। এর কিছুক্ষণ পর রামু এবং চকরিয়া ফায়ার স্টেশন আগুন নেভানোর কাজ শুরু করে। টানা ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।

মার্কেটের ব্যবসায়ী শামসুল আলম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ফার্নিচার, মূল্যবান মেশিন ও যন্ত্রপাতি, রদ্দা, হাজার হাজার ঘনফুট চেরাই কাঠ, হার্ডওয়ার সামগ্রী, মূল্যবান কাগজপত্র এবং দোকানঘর পুড়ে যায়।আগুনে আনুমানিক ৬ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

প্রসঙ্গত, আহতদের মধ্যে শফিকের (৩৫) অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত কামাল উদ্দিন (৩০) জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন