ক্রিকেট

ম্যানসিটির মনোবিদের সাথে চুক্তি করলো ইংল্যান্ড ক্রিকেট

ম্যানচেস্টার সিটির মনোবিদ ডেভিড ইয়াংকে চুক্তিভিত্তিকভাবে দলে নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট। ইংল্যান্ড কোচ ম্যাথু মট দলের খেলোয়াড়দের ব্যাপারে বেশ সচেতন। টি-টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন, সেখানে দলের খেলোয়াড়েরা যাতে চাপের মুহূর্তে তাদের আবেগকে ঠিকঠাক ব্যবহার করতে পারে- সেজন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এই উদ্যোগ।

ইয়াং এর আগেও ইংল্যান্ড দলের সাথে কাজ করেছেন। যা ২০১৬ থেকে ২০২০ সালের কথা। ম্যানসিটির সাফল্যের সাথেও জড়িত আছেন তিনি। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শিরোপা জিতেছে সিটি। দলটির কোচ জিতেছেন সেরা কোচের মর্যাদা।

ইয়াংয়ের সাথে কাজের অভিজ্ঞতা আছে ইংল্যান্ডের। তা কাজে লাগিয়ে এবারও ইংলিশ দলে খুব ভালো করবেন তিনি, এই আশা রাখছেন অধিনায়ক জস বাটলার।

ইতোমধ্যে ইংল্যান্ডের সাথে যোগ দিয়েছেন ইয়াং। তবে এফএ কাপ ফাইনাল উপলক্ষ্যে ম্যানচেস্টার সিটির সাথেও যুক্ত হবেন তিনি। সিটি পর্ব শেষ করে এরপর আবারও বাটলারদের সাথে কাজ শুরু করবেন তিনি।

সর্বশেষ ওডিআই বিশ্বকাপে বেশ বাজে পারফরম্যান্স করে ইংল্যান্ড। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের। যেখানে ৯ ম্যাচ খেলে মাত্র ৩ ম্যাচে জয় আসে দলটির। তখন বেশ সমালোচনা আর আলোচনার জন্ম দিয়েছিল পুরো দল। এবার তেমন ভুল করতে চায় না তারা, বরং মানসিকভাবে যতটা ভালো থাকা যায়- সেরকম সকল প্রস্তুতি মেটানোর আয়োজন করে যাচ্ছে তারা।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন