বাংলাদেশে ১২০ কি.মি. গতিতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আগামী ২৫ মে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। ২৬ মে নাগাদ ঘুর্ণিঝড়টি বাংলাদেশের বরিশাল বিভাগে আঘাত হানতে পারে। তবে এর গতিপথ এর বিষয়ে এখনই চুড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ভারতের আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় সর্বশেষ বুলেটিনে বিষয়টি নিশ্চিত করে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলেছে, বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরের দক্ষিণপূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্যাঞলের নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে সরে গিয়েছে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ ও পশ্চিম-মধ্যাঞ্চলে অবস্থান করছে। আগামী ২৫ মে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
লঘুচাপের সর্বশেষ অবস্থান
আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সংস্থা ইসিএআই এবং এনসিইপি ইঙ্গিত দিয়েছে ঘূর্ণিঝড় রেমাল উড়িশা উপকূলে আছড়ে পড়বে। তবে ভিন্নমত আইমডি, এনসিইউএম এবং আইএমডি এমএমই এর। তাঁরা বলছে, ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চার করে বাংলাদেশ উপকূলে আঘাত হানবে।
একই সঙ্গে তাঁরা আঘাত হানার সময় সম্পর্কে জানায়, ঘূর্ণিঝড়টি ২৬ মে বিকাল ৫টা ৩০ মিনিট থেকে ২৭ মে রাত ২টা ৩০ মিনিটের মধ্যে আঘাত হানতে পারে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ডাটা বিশ্লেষণে দেখা যায়, ২৬ মে ঘূর্নিঝড়টির অগ্রভাগ বরিশাল উপকূলে আছড়ে পড়তে পারে। এসময়ে এর কেন্দ্রের বাতাসের একটানা গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৯২ কি.মি। যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে সর্বোচ্চ ১১৭ কিমি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে এর বহির্ভাগে বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৯১ কি.মি।
প্রসঙ্গত, ‘রেমাল’ একটি আরবি শব্দ। যার বাংলা অর্থ বালু। নামটি দিয়েছে ওমান।
আই/এ