দেশজুড়ে

যৌথবাহিনীর অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী নিহত

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ)  দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এরা হলেন সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের শ্যারন পাড়ার বাসিন্দা  লাল নু বম (২২) এবং বেথানি পাড়ার বাসিন্দা ভান থাং পুই বম (১৫)।

বৃহস্পতিবার (২৩ মে) দুই কেএনএফ সন্ত্রাসী নিহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী।

পুলিশ জানায়, কেএনএফ সন্ত্রাসীরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে শ্যারনপাড়া এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। তাদের উপস্থিতি টের পেয়ে যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা।

এসময় যৌথবাহিনী পাল্টা গুলি ছুড়লে কেএনএফের ২ সন্ত্রাসী নিহত হয়। বাকি সদস্যরা পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে।

প্রসঙ্গত, গেলো ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে কেএনএফ সন্ত্রাসীরা। এরপর থেকে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে যৌথবাহিনী।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন