গরুর হাটে শিল্পীদের চাকরি দেবেন ডিপজল
ডিপজল ভাই এবার গাবতলীর হাট ইজারা নিয়েছে। ভাইকে আমি বলেছি আমার কিছু রয়েছে যাদের কাজ লাগবে। ভাই বলছেন, যারা এখানে যারা কাজ করতে আগ্রহী তুই আমারে তাদের তালিকা দে। বললেন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।
গেলো বৃহস্পতিবার (২৩ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন শিল্পি সমিতির সভাপতি।
জানা যায়, সম্প্রতি রাজধানীর গাবতলীর হাটের ইজারা পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক হয়েছেন ডিপজল।
মিশা সওদাগার জানান, বোটানিক্যাল গার্ডেনেও লোক লাগবে। তিনি একটা তালিকা পরিচালক সমিতিসহ বিভিন্ন সংগঠনে দিয়ে দেবেন। পারিশ্রমিক যদি একটু কমানো যায়, তবে তারা পুরোনো আর্টিস্টদের নিয়ে কাজ করবে বলেও তিনি জানান।
এদিকে নির্বাচন শেষ হলেও জটিলতা কাটছে না শিল্পী সমিতির চেয়ার নিয়ে। নির্বাচনে হেরে যাওয়ায় উচ্চাদালতে রিট করেছেন শিল্পী সমিতির সম্পাদক পদে হেরে যাওয়া নিপুণ আক্তার। নিপুণের রিটের পরিপ্রেক্ষিতে গত সোমবার (২০ মে) বিজয়ী ডিপজল তার পদে বসতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নিপুণ আক্তারের অভিযোগ তদন্তেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আই/এ