ক্রিকেট

বিশ্বকাপে সহ অধিনায়ক হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন শাহীন

পাকিস্তান ঘোষণা করেছে বিশ্বকাপ স্কোয়াড। সবার শেষে দল জানিয়েছে তারা। অবশ্য দলে কোনো সহ-অধিনায়ক রাখা হয়নি।শুক্রবার (২৪ মে) ঘোষিত স্কোয়াডে দেখা যায়, সহ-অধিনায়কের পাশাপাশি রাখা হয়নি কোনো ট্রাভেলিং রিজার্ভ। ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদন থেকে জানা যায়, শাহীন শাহ আফ্রিদিকে সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিল বোর্ড, তবে আফ্রিদি তা প্রত্যাখ্যান করেছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে শাহীনের নানা দিক থেকে মিলছে না। সম্প্রতি তেমনটি প্রকাশ্যে এসেছে। যা একটি সিরিজ পরেই, তার থেকে অধিনায়কত্ব নিয়ে বাবর আজমকে পুনরায় নির্ধারণ করা থেকে শুরু করে তাকে নিয়ে প্রচারিত বিবৃতি। সবকিছুর মধ্যেই প্রশ্ন উঠেছিল।

মূলত পিসিবি ওডিআই বিশ্বকাপের পরপর দলে নানা পরিবর্তন নিয়ে আসে। যা কোচিং স্টাফ থেকে শুরু করে নির্বাচক প্যানেল- প্রায় প্রতিটি জায়গায়। পরিবর্তনগুলো খুব দ্রুত নেওয়ার পাশাপাশি, সেই পরিবর্তনেও পরিবর্তন করেছে তারা।

শাহীন সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় বিকল্প খেলোয়াড়ের দিকে যাবে পিসিবি। যেখানে শাদাব খান হতে পারে দ্বিতীয় নাম। যিনি এর আগেও এই দায়িত্ব পালন করেছেন।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন