ক্রিকেট

শেষ ম্যাচের জয় বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস দেবে: শান্ত

অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে পরাজয়ের স্বাদ পেতে হয়েছে টাইগারদের। হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা ভর করেছিল মনে। সেখান থেকে বেরিয়ে ১০ উইকেটের জয়ে কিছুটা স্বস্তি বোধ করার কথা। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হতাশ হলেও, আত্মবিশ্বাস খুঁজছেন এখান থেকেই।

পরিকল্পনা বাস্তবায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। নতুন জায়গায় গিয়ে সেখানেই বাঁধাপ্রাপ্ত হয়েছে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে পূর্বে খেলার অভিজ্ঞতা ছিল না। তবে প্রথম দুই ম্যাচে নাজমুল হোসেনের দল যে ধরনের খেলা প্রদর্শন করেছে, তাতে দলের সাথে হতাশ হয়েছে সমর্থকেরাও।

শনিবারের ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এসে শান্ত অভিব্যক্তি জানান, “আমরা আজ ভালোভাবে জিতেছি, সিরিজটি ভালোভাবে শেষ করেছি। এটা আমাদের বিশ্বকাপে সাহায্য করবে, আত্মবিশ্বাস দেবে। আমরা এখন জানি কন্ডিশন কেমন হতে পারে, আশা করছি সামনে ভালো হবে।“

হতাশাও লুকাননি অধিনায়ক। যুক্তরাষ্ট্রের বিপক্ষে অন্তত সিরিজ হারের লজ্জা পেতে চায়নি দল। খুব নিকটে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে এমন মুহুর্ত আর কে পেতে চায়! শান্ত বলেন, “সিরিজ হেরে গিয়েছি, এজন্য আমরা সবাই হতাশ। সত্যি বলতে ভালো ক্রিকেট খেলিনি।“

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন