নতুন রেকর্ডে সাকিব, আশপাশে নেই কেউ
প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট এবং ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। তাকে ‘রেকর্ড আল হাসান’ বলেও অবিহিত করেন অনেকেই। কারণগুলো বোধহয় এই দিনে আরও স্পষ্ট হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে আন্দ্রেস গাউসের উইকেট নিয়ে ৭০০ টি আন্তর্জাতিক উইকেটের মালিক বনে যান সাকিব। আর তাতেই এই নতুন মাইলফলক ধরা দেয় তার সামনে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ২ ম্যাচ হেরে যায় বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচে অন্তত স্বস্তির জয় তুলে নেয় বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে বল করতে নেমে যুক্তরাষ্ট্রকে ১০৪ রানে আটকে দেয়। জবাবে ব্যাট করতে নেমে ১০ উইকেটের জয় তুলে নেয় তারা। সাকিব ৩ ওভার বল করে ২৩ রান দিয়ে সংগ্রহ করেন ১ উইকেট।
প্রতিপক্ষ ওপেনার আন্দ্রেসের সেই উইকেট তুলে নেওয়ার মাধ্যমে ৩ সংস্করণ মিলিয়ে ৭০০ উইকেটের অর্জনে ঢুকে যান সাকিব। এই অর্জনে তিনি ১৭তম বোলার। বাংলাদেশের হয়ে সব সংস্করণ মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট মাশরাফি বিন মুর্তজার, ৩৯০ টি। তালিকার তিনে আছেন মোস্তাফিজুর রহমান, ৩০৯ টি উইকেট নিয়ে।
আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট ও ১৪ হাজার রান- সাকিব একাই এই অর্জনে নাম লেখালেন।
এম/এইচ