আর্কাইভ থেকে বাংলাদেশ

পলিথিন কারখানায় আগুন: হোটেল মালিক গ্রেপ্তার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের কামালবাগে পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের নিচে থাকা বরিশাল হোটেলের মালিক ফখরুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেন।

তিনি জানান, ভবন মালিক ও পলিথিন কারখানার মালিককে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চকবাজার থানার উপপরিদর্শক রাজীব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। ওই মামলায় ফখরুদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া ভবন মালিক ও কারখানা মালিককে গ্রেপ্তারে অভিযান চলছে।

সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে চকবাজারে পলিথিন কারখানায় লাগে। দুপুর ২টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এ ঘটনায় ছয়জনের মৃত্যু হয়।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন