আর্কাইভ থেকে বাংলাদেশ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু

সবশেষ হিসেব অনুযায়ী এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশে আরও ১২৮ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৬১ জন ঢাকার বাসিন্দা এবং বাকি ৬৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ নিয়ে সারাদেশে মোট ৪২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

আজ মঙ্গলবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, সোমবার (১ আগস্ট) ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ৬৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতাল এবং ২১ জন ঢাকার বাহিরে চিকিৎসাধীন।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১ আগস্ট) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত সারাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও ১২৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৩ হাজার ৯৮৩ জন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩ হাজার ৫৪২ জন। সবশেষ হিসাব অনুযায়ী এ বছর ডেঙ্গুতে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এরমধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।

এ সম্পর্কিত আরও পড়ুন