ক্রিকেট

তৃতীয় ম্যাচও পরিত্যক্ত, বৃষ্টির জয় ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে

পাকিস্তান ও ইংল্যান্ড সিরিজের আর একটি ম্যাচ বাকি। এখন পর্যন্ত হওয়া ৩ ম্যাচে ২ টি ম্যাচ পরিত্যক্ত হলো বৃষ্টির কারণে। সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড জয়ী হওয়ায়, ১-০ তে এগিয়ে আছে তারা। বিশ্বকাপ প্রস্তুতির জন্য মূলত আয়োজন করা হয়েছে সিরিজটি। তবে প্রস্তুতি খুব বেশি একটা হলো না বলতে হয়। আগামী ৩০ মে দুই দল মুখোমুখি হবে সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে।

ইংল্যান্ডের ওভালে সিরিজের শেষ তৃতীয় ম্যাচে মঙ্গলবার (২৮ মে) রাতে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। তবে ম্যাচ শুরুর আগে থেকে হওয়া বৃষ্টিতে মাঠ বেশ ক্ষতির সম্মুখীন হয়। আউটফিল্ড থাকে ভেজা। ফলে ম্যাচ শুরু করা কঠিন হয়ে পড়েছিল। পরিত্যক্ত করা ছাড়া কোনো উপায় ছিল না।

এর আগে সিরিজের প্রথম ম্যাচটিও বৃষ্টির কারণে একই ফলে গড়ায়। শুধুমাত্র দ্বিতীয় ম্যাচটিতে ফলাফল আসে। তবে সেদিনও পুরো ম্যাচ খেলা হয়নি একই কারণে। ইংল্যান্ড ম্যাচটি জিতেছে ২৩ রানে।

পাকিস্তান যতটুকু টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, ইংল্যান্ড খেলেছে অনেক কম। ফলে সর্বশেষ ওডিআই বিশ্বকাপে বাজে পারফর্ম করা ইংল্যান্ডের জন্য এবারও কঠিন হয়ে উঠবে কি না বিশ্বকাপ তা নিশ্চিত করে বলা যায় না।

আগামী ২ জুন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন