অপরাধ

স্বর্ণ পাচারের অভিযোগে সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু আটক

হজরত শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ পাচারের অভিযোগে সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু মিস রোকেয়া খাতুনকে আটক করেছে এনএসআই, কাস্টমস ও এপিবিএনের সদস্যরা।

মঙ্গলবার (২৮ মে) রাতে তাকে আটক করা হয়।

বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, SV-804 (রিয়াদ) ফ্লাইটটি মঙ্গলবার (২৮ মে) রাত ১০ টায় ঢাকায় অবতরণ করে। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই, কাস্টমস ও এপিবিএনের যৌথ উপস্থিতিতে SV-804 ফ্লাইটের কেবিন ক্র মিস রোকেয়া খাতুনকে কাস্টমস গ্রীন চ্যানেলে তল্লাশি করে। এ সময় পরে তার কাছ থেকে ১১টি স্বর্ণের বার, ৮টি স্বর্ণের চুরি এবং একটি স্বর্ণের চেইন পাওয়া যায়। যার আনুমানিক ওজন ১ হাজার ৯৭৯ গ্রাম।

সূত্র জানায়, অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন