লাইফস্টাইল

পুড়ে গেলে ঠাণ্ডা পানি ছাড়া আর যা যা ব্যবহার করতে পারেন

রান্না করতে গিয়ে গরম কড়াইয়ে ছ্যাঁকা খেয়ে বা তেল ছিটকে এসে হাত পুড়ে যাওয়ার ঘটনা তো নতুন নয়। তাড়াহুড়োয় জামাকাপড় ইস্তিরি করার সময়ও ছ্যাঁকা লাগতে পারে। সেই সময় জ্বালা কমাতে অনেকেই ঘরোয়া কিছু টোটকা ব্যবহার করে থাকেন। নিজের মতো চিকিৎসা করতে গিয়ে মাঝেমাঝেই কিছু ভুল হয়ে যায়। তার থেকে জন্ম নেয় বড় সমস্যা।

ফোস্কায় ভুলেও বরফ কিংবা টুথপেষ্ট লাগানো উচিত নয়। সবচেয়ে ভাল, কলের ঠাণ্ডা পানির নীচে বেশ খানিক ক্ষণ হাত রেখে দেয়া। হাতের কাছে ওষুধ না থাকলে তাৎক্ষণিক জ্বালাপোড়া কমাতে ঠাণ্ডা পানি ছাড়া আর কী কী ব্যবহার করতে পারেন?

অ্যালো ভেরা: ক্ষতস্থানে অ্যালো ভেরা লাগালে সেই স্থান ঠাণ্ডা হয় ও জ্বালাভাবও কমে। বাড়িতে অ্যালো ভেরা গাছ থাকলে তার পাতা ছিঁড়ে সরাসরি ক্ষতস্থানের উপরে লাগিয়ে নিতে পারেন। অ্যালো ভেরা পোড়া অংশের দাগ মেলাতেও সাহায্য করে।

মধু: সব সময় মধু মজুত রাখুন। ক্ষতস্থান থেকে ক্ষতিকর ব্যাক্টেরিয়া দূর করতে ও জ্বালাভাব কমাতে মধু বেশ কাজে আসে। তাই ঠাণ্ডা পানি ক্ষতস্থান রাখার পর বেশ খানিকটা মধু লাগিয়ে রাখলেই স্বস্তি পাবেন।

শসার টুকরো: শসার টুকরো ক্ষতস্থানের জ্বালা ভাব কমায়। কারণ এতে এমন ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, যা যে কোনও প্রদাহকে কমাতে সহায়তা করে। এ ছাড়া শসায় থাকা প্যান্টোথেনিক অ্যাসিড ত্বককে মোলায়েম ও কোমল রাখে।

কেএস/

এ সম্পর্কিত আরও পড়ুন