আর্কাইভ থেকে বাংলাদেশ

প্যাকেজিং কারখানায় আগুন

রাজধানীর মাতুয়াইলে একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে মাতুয়াইলের কোনাপাড়ায় টিনশেড কারখানাটিতে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

আগুনের লাগার খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং পরে আরও পাঁচটি ইউনিট কাজ করছে।

তাসনিয়া রহমান

 


 

এ সম্পর্কিত আরও পড়ুন