বার্সেলোনার দায়িত্ব নিলেন হানসি ফ্লিক
বায়ার্ন মিউনিখ ও জার্মানির সাবেক কোচ হানসি ফ্লিককে নিয়োগ দিয়েছে বার্সেলোনা। বুধবার (২৯ মে) এই কোচের সাথে যুক্তি করেছে ক্লাবটি। দলটির কোচ জাভি হার্নান্দেজকে গত সপ্তাহে বরখাস্ত করেছে তারা।
জার্মানি দলের দায়িত্বে সর্বশেষ ছিলেন ফ্লিক। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তাকে বরখাস্ত করা হয় সেখান থেকে। সদ্য সাবেক কোচ জাভি বার্সা ছাড়ার ঘোষণা দিয়েছিল একবার, তখন থেকে ফ্লিকের নাম ভাসছিল। এরপর অবশ্য জাভিকে চলে যেতেই হলো। আর বার্সেলোনা নিয়োগ দিল ফ্লিককে।
আগামী ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ফ্লিকের সাথে চুক্তি করেছে বার্সেলোনা।
এর আগে মিউনিখের দায়িত্ব পালন করেন ফ্লিক। তিনি ২০১৯ সালে ক্লাবটির সহকারী কোচ হিসেবে নিয়োগ দেন। এরপর খুব তাড়াতাড়ি ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব গ্রহণ করেন তিনি। বায়ার্ন সেবার সাফল্যে ভেসে যায়, জয় করে ট্রেবল।
এম/এইচ