ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে ৯ জনের অস্ট্রেলিয়াকে হারালো উইন্ডিজরা

প্রস্তুতি ম্যাচে এবার হারলো অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ৯ জনের দল নিয়ে নামিবিয়ার বিপক্ষে জিতলেও, এবার দ্বিতীয় ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের স্বাদ পেতে হয়েছে মিচেল মার্শদের। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২২ রান তুলেছে উইন্ডিজরা।

নয় জনের অস্ট্রেলিয়া দলে কোচ ও নির্বাচকরা ফিল্ডিংয়ের কাজটা করেছেন ঠিকই। তবে বোলারদের উপর বেশ ভালোই চড়াও হয়েছিল ক্যারিবিয়ান ব্যাটাররা। যেখানে উল্লেখযোগ্য ইনিংস ছিল নিকোলাস পুরানের ২৫ বলে ৭৫ রান, রভম্যান পাওয়েলের ২৫ বলে ৫২ রান, শার্ফেন রাদারফোর্ডের ১৮ বলে অপরাজিত ৪৭ রান, জনসন চার্লসের ৩১ বলে ৪০ রানের ইনিংস।

উইন্ডিজরা তাতে সহজেই ২৫৭ রান ছুঁয়ে ফেলে।

জবাবে থেকে থেকে উইকেট হারানো অস্ট্রেলিয়া সুবিধা করতে পারেনি। তবে একেবারে মন্দ করেনি ব্যাটিংয়ে। ডেভিড ওয়ার্নারের ইনিংসটি ১৫ রানের বেশি যেতে পারেনি, এটা কিছুটা হতাশার ছিল অজিদের জন্য।

তবে জশ ইংলিসের ৩০ বলে ৫৫ রান, নাথান এলিসের ২২ বলে ৩৯ রান ছিল উল্লেখযোগ্য। ব্যাটারদের ইনিংস বড় করতে না পারার কারণে চেষ্টা করেও পরাজয়ের কাছেই ফিরে যেতে হয়েছে অস্ট্রেলিয়াকে।

ওয়েস্ট ইন্ডিজের জন্য বিশ্বকাপ প্রস্তুতিটা ভালোই হলো বলতে হয়। দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পর, প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানো আত্মবিশ্বাস যোগাবে দলটিকে।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন