দুর্ঘটনা

পেকুয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় খলের পানিতে ডুবে মনিরা বেগম (৩) ও মুন্নি বেগম (৪) নামের দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার বারবাকিয়া কাদিমা কাটা এলাকার খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত মুন্নি একই এলাকার দিন মজুর জহির উদ্দিনের মেয়ে এবং নিহত মনিরা বেগম টইটং ইউনিয়নের ছনখোলার জুম এলাকার বেলাল উদ্দিনের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে খালে খেলতে চলে যায় শিশু দুজন৷ দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুজি করলে খালের ধারে ভেসে উঠে তাদের লাশ৷ পরে তাৎক্ষণিক তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেফায়েত আজিজ রাজু।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন