আন্তর্জাতিক

ভারতের লোকসভা নির্বাচন; পশ্চিমবঙ্গে চলছে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

ভারতে চলছে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। আর শনিবার এ দফায় ভোট গ্রহণ চলছে পশ্চিমবঙ্গের নয়টি আসনে। ভোটের গ্রহণের সময় সেখানে ঘটেছে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। খবর-এনডিটিভি

কলকাতার কাছে যাদবপুর আসনের সাটুলিয়া এলাকায় ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) ও সেক‍্যুলার ফ্রন্ট সমর্থকদের মাঝে ঘটে সংঘর্ষের ঘটনা। এসময় বেশ কিছু হাতবোমার বিস্ফোরণ ঘটে।

অন্যদিকে সাউদ ২৪ পরগণার কালতালি এলাকায় একদল লোক ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ভেঙ্গে পুকুরে ফেলে দেয়। সেখানে থাকা স্থানীয় পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দিলে এই ঘটনার সূত্রপাত হয়।

পাশাপাশি বসিরহাট আসনের সন্দেশখালী, ডায়মন্ড হারবার এবং যাদবপুরের গাংগুলি বাগান এলাকায়ও ঘটে সংঘর্ষের ঘটনা।

ভারতে শেষ দফায় ভোট দিচ্ছে সংখ্যা প্রায় ১০ কোটি ৬ লাখ। এর মধ্যে পুরুষ ভোটার ৫.২৪ কোটি, নারী ভোটার ৪.৮২ কোটি।

এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন