স্ত্রী-শাশুড়ির গলাকেটে নিজের আত্মহননের চেষ্টা
সিলেট নগরীর বাদামবাগিচা এলাকায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. শাহজাহান (৩৬) নামে এক যুবক।
গেলো শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরের ৬ নং ওয়ার্ডের বাদাম বাগিচা বকুল মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।
খবর পেয়ে পুলিশ এসে রক্তাক্ত জখম অবস্থায় ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতরা হলেন- শাহজাহান আহমদ, তার স্ত্রী সুলতানা বেগম ফারজানা ও শাশুড়ি রোকসানা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় কাঠমিস্ত্রী শাহজাহান স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর উত্তেজিত হয়ে প্রথমে স্ত্রী ও শাশুড়ির গলায় ছুরি চালান।এরপর নিজের গলায় ছুরি চালিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে এসে ধারালো ছুরি উদ্ধার করে৷
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল জাকির গণমাধ্যমকে বলেন, ঘটনার পর শাহজাহান, তার স্ত্রী ও শাশুড়িকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছুরিকাঘাতে ব্যবহার করা ছুরি ইতোমধ্যে জব্দ করেছে পুলিশ। এ ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
কেএস