আন্তর্জাতিক

ভারতে নির্বাচন শেষ, এবার ভোট গণনা   

অবশেষে শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। সাত দফায় অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনের শেষ দফায় শনিবার দেশটির ৮টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৫৭টি আসনে নেওয়া হয় ভোট।

এদিন পশ্চিমবঙ্গের ৯টি লোকসভা আসনে ভোট হয়েছে। আর এর মধ্যে দিয়েই ভারতের ৫৪৩টি লোকসভা আসনেই ভোট নেওয়া সম্পন্ন হলো।

এ দফায় ভারতজুড়ে ভাগ্য নির্ধারণ হয় ৯০৪ জন প্রার্থীর। এর মধ্যে উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই কেন্দ্রে তার প্রধান প্রতিপক্ষ ছিলেন কংগ্রেসের অজয় রাই।

আগামী ৪ জুন শুরু হবে ভোট গণনা। সেক্ষেত্রে স্বাধীনতার পর এই নিয়ে দ্বিতীয় বার দীর্ঘদিন ধরে (৪৪ দিন) চললো এই ভোট গ্রহণ প্রক্রিয়া।

১৯৫১-৫২ সালে ভারতে প্রথম লোকসভা নির্বাচন প্রক্রিয়া চলে প্রায় চার মাস ধরে। ১৯৮০ সালে সবচেয়ে কম সময়ে ভোট প্রক্রিয়া শেষ হয়। সেসসময় মাত্র ৪ দিন ধরে চলে ওই ভোট গ্রহণ প্রক্রিয়া।

এনএস/

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন