আন্তর্জাতিক

আবারও ভারতে ক্ষমতায় বিজেপি!

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে শনিবার। আর এরই মধ্যে সামনে এসেছে বুথফেরত জরিপ। শনিবার (১ জুন) ঘোষিত হয়েছে কয়েকটি বুথফেরত জরিপ। খবর- এনডিটিভি

জরিপগুলো বলছে, নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট পেতে যাচ্ছে ৩৬৭টি আসন। এর মধ্যে বিজেপি এককভাবে পাচ্ছে ৩২৭টি আসন।

অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক পাচ্ছে ১৪৩টি আসন। এর মধ্যে কংগ্রেস পাচ্ছে মাত্র ৫২ টি আসন।

বেশ কয়েকটি প্রতিষ্ঠানটি এসব জরিপ চালিয়েছে। জান কি বাত পরিচালিত জরিপ বলছে মোদির জোট এনডিএ পাবে ৩৬২ থেকে ৩৯২ আসন। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক পাচ্ছে ১৪১ থেকে ১৬১টি আসন।

উল্লেখ্য, আগামী ৪ জুন শুরু হবে ভোট গণনা।

এনএস/

 

এ সম্পর্কিত আরও পড়ুন