অর্থনীতি

এখনও সাড়ে ৪ মাসের রিজার্ভ আছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

আইএমএফ-এর নিয়ম অনুযায়ী আমাদের তিন মাসের রিজার্ভ থাকাই যথেষ্ট। তবে আমাদের এখনও সাড়ে চার মাসের রিজার্ভ আছে। বললেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

শনিবার (১ জুন)  বিকেলে টাঙ্গাইলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

প্রবাসীদের উদ্দেশ্যে বানিজ্য প্রতিমন্ত্রী বলেন,  যারা প্রবাসী ভাইয়েরা আছেন, তারা যদি বেশি করে রেমিট্যান্স পাঠান, রপ্তানি আয় যদি আরেকটু বাড়ে, তাহলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে।

আহসানুল ইসলাম টিটু বলেন, সবচেয়ে বড় কথা বিদেশি বিনিয়োগ প্রয়োজন।  আমদানি রপ্তানির গ্যাপ রয়েছে। এই গ্যাপ ফুলফিল করার জন্য দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ দরকার। এ বিষয়ে অনেক দেশ থেকে প্রতিশ্রুতি এসেছে। তারা বিনিয়োগ করলে সরকার অনেকটা চাপমুক্তভাবে কাজ করতে পারবে।

আলুর দাম বৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের ৯৩টি দেশের মধ্যে বাংলাদেশে আলুর দাম কম। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাজার মনিটরিং করা হচ্ছে।

প্রসঙ্গত, টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে পরিচালিত এ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন