৩৪৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৪৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতার দুই মাদক কারবারী হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম অনন্তপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আশরাফুল আলম (৩৫) ও একই ইউনিয়নের পশ্চিম বালাবাড়ী এলাকার ইদ্রিশ আলীর ছেলে আলিমুল ইসলাম রিপন (২৩)।
আজ শনিবার (২০ আগস্ট) ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে ৯ টার গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ ও এসআই এনামুল হকের নের্তৃত্বে একদল পুলিশ উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম অনন্তপুর এলাকার মাদক কারবারী আশরাফুল আলমের গোয়াল ঘরে তল্লাশী চালিয়ে ৩৪৪ বোতল ফেন্সিডিলসহ বাড়ীর মালিক ও মাদক কারবারী আশরাফুল আলম ও তার সহযোগী আমিনুল ইসলাম রিপনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে ৩৪৪ বোতল ফেন্সিডিল জব্দ করে ওই দুই মাদক কারবারীকে থানায় নিয়ে এসে রাতেই তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন, আজ সকালে দুই মাদক কারবারীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে আমাদের চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।