আন্তর্জাতিক

এবার থামছে মমতার জয়রথ!

ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আর এরই মধ্যে আসতে শুরু করেছে বুথফেরত জরিপ। খবর- এনডিটিভি 

তিনটি বুথফেরত জরিপে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে এবার আর থাকবে না মমতার তৃণমূল কংগ্রেসের দাপট । সেখানে একক আধিপত্য বিস্তার করবে বিজেপি।

বুথফেরত জরিপে জান কি বাত বলছে এবার ৪২টি আসনের মধ্যে ২১ থেকে ২৬টি আসন পেতে পারে বিজেপি।

আর তৃণমূল পাবে ১৬ থেকে ১৮টি। ইন্ডিয়া নিউজ-ডি-ডাইনামিকসের মতে, বিজেপি পাবে ২১টি আর তৃণমূল ১৯টি।

অন্যদিকে রিপাবলিক ভারত-ম্যাট্রিজ বুথফেরত জরিপে জানিয়েছে, পশ্চিমবঙ্গে বিজেপি পাবে ২১ থেকে ২৫টি আসন।

আর মমতার দল পাবে ১৬–২০টি। এই তিন জরিপেই বলা হচ্ছে, এবারও কংগ্রেস পশ্চিমবঙ্গে তেমন সুবিধা করতে পারবে না।

উল্লেখ্য, আগামী ৪ জুন শুরু হবে ভোট গণনা।

এনএস/

 

এ সম্পর্কিত আরও পড়ুন