আর্কাইভ থেকে দেশজুড়ে

হিলিতে করোনা প্রাদুর্ভাব প্রতিরোধে পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসূচি

সারাদেশে করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরের হিলিতে উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

রোববার (২১ মার্চ) দুপুরে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে হাকিমপুর থানা পুলিশের আয়োজনে জনগনের মাঝে করোনাভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিনামূল্যে ২ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। 

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহীদ জানান, করোনা মোকাবিলায় জনসাধারণকে সচেতন, উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করার পদক্ষেপ হিসেবে এ কর্মসূচি পালন করা হচ্ছে। প্রাণঘাতি করোনাভাইরাসের এই ক্রান্তিকালে এলাকাবাসীর উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধও করেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন