ষড়যন্ত্র শিখতে জিয়া পরিবারের কাছে যান: মায়া
ষড়যন্ত্র কত প্রকার ও কী কী তা যদি শিখতে চান, তাহলে জিয়া পরিবার থেকে শিখতে পারবেন। এই পরিবারের বাংলাদেশে রাজনীতি করার কোনও সুযোগ নাই। বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আজ শনিবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মায়া বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করছে, তারপর জেলে চার নেতাকে হত্যা করেছে। তার ছেলে তারেক জিয়াও শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে শেষ করতে চাইছে। ওই খুনি পরিবার রাজনীতি করে বাংলাদেশের ক্ষমতায় যেতে চায়। গায়ে এক ফোটা রক্ত থাকতে খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন হতে দেবো না।
আওয়ামী লীগের এ নেতা বলেন, জনগণের সঙ্গে নেতাকর্মীদের ব্যবহারের ওপর নির্ভর করবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ কী পরিমাণ ভোট পাবে। আগামী নির্বাচন আওয়ামী লীগের বাঁচা-মরার নির্বাচন। কারণ, স্বাধীনতা বিরোধী অপশক্তি ক্ষমতায় আসে বাংলাদেশের চেহারাই পাল্টে দেবে।
এসি