উত্তর আমেরিকা

হামাস রাজি হলেই যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হবে ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল রাজি হবে। গাজার শাসকগোষ্ঠী হামাস এ প্রস্তাব মেনে নিলেই উপত্যকাটিতে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হবে। বললেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জন কারবি।

স্থানীয় সময় রোববার (২ জুন) সকালে এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জন কারবি বলেন, হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক সাড়া দেয়ার অপেক্ষায় আছেন। যুক্তরাষ্ট্র আশা করছে যত দ্রুত সম্ভব দুই পক্ষই যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হবে।

তিনি আরও বলেন, ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম দফায় দুই পক্ষ বৈঠকে বসবে। এ সময় তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবে যে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি কেমন হবে এবং তা কখন থেকে শুরু করা যাবে।

গেলো সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় তিন ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী, গাজা উপত্যকায় মানবিক ত্রাণসহায়তা বাড়ানো হবে। এছাড়া যুদ্ধবিরতির সময় কিছু জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেয়া হবে।

তবে ইসরায়েল সরকারের বেশ কয়েকজন সদস্য যুদ্ধবিরতি প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন।

টিআর/

এ সম্পর্কিত আরও পড়ুন