ক্রিকেট

'আমরা এখানে ট্রফি উঁচিয়ে ধরতে এসেছি'

দক্ষিণ আফ্রিকা ও বিশ্বকাপ- দুই এর যেন সম্মীলন হয় না কখনো। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ (৩ জুন) যাত্রা শুরু করবে দলটি। প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম জানান দিয়ে রাখলেন নিজেদের আত্মবিশ্বাস। তারা এই বিশ্বকাপে এসেছে ট্রফি উঁচিয়ে ধরতে।

দক্ষিণ আফ্রিকার এবারের দলকে কিছুটা আলাদা ভাবার সুযোগ আছে কি না, তা একটি আলোচনার ব্যাপার। আইপিএলে যে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা খেলেছেন, তাদের পারফরম্যান্সও বেশ আশা জুগিয়েছে। দলটি বেশ চনমনে আছে বলতেই হয়, নেই কোনো চোটের সমস্যাও।

প্রোটিয়া অধিনায়ক মার্করাম সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি অনেকটাই আত্মবিশ্বাস বোধ করছি। এখানে অনেক ভালো দলেরা আছে। তবে আমরা মনে করি, নিজেদের ফর্ম যদি খুঁজে পাই, নিজেদের সেরা খেলাটা খেলতে পারি, আমরা যে কাউকে হারাতে পারি। আমরা নিজেদের প্রতি বেশ মনোযোগী হচ্ছি। তবে আমরা এখানে ট্রফি উঁচিয়ে ধরতে এসেছি।‘

দক্ষিণ আফ্রিকা সর্বশেষ আইসিসি ট্রফি জিতেছে ১৯৯৮ সালে। যেটি নকআউট ট্রফি, যা এখন চ্যাম্পিয়নস ট্রফি হিসেবে পরিচিত। এরপর এই দলটি সবরকম সম্ভাবনা নিয়ে প্রতিযোগিতায় অংশ নিলেও, ব্যর্থ হয়েছে বারবার।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন