খেলাধুলা

বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপের বাঁশি বাজতে এখনও কয়েক মাস বাকি। তার আগেই ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত সোনালি ট্রফির উপস্থিতিতে উচ্ছ্বাসে মাতল বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ফিফা বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে দিতে ঐতিহ্যবাহী বিশ্বকাপ ট্রফি পৌঁছে গেছে ঢাকায়।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ ট্রফিকে স্বাগত জানানো হয়। এটি বাংলাদেশের জন্য ফিফা বিশ্বকাপ ট্রফির চতুর্থ সফর, যা দেশের ফুটবলপ্রেমীদের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।

এই আয়োজনে ফিফার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। তার উপস্থিতি ট্রফি আগমনকে আরও স্মরণীয় করে তোলে।

আগামী ১১ জুন মেক্সিকো থেকে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের, যেখানে ইতিহাসে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দেশ। বিশ্বকাপ শুরুর আগেই ট্রফি ট্যুরের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছে ফিফা।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার পাঁচতারকা হোটেল র‍্যাডিসন ব্লুতে রাখার ব্যবস্থা করা হয়েছে বিশ্বকাপ ট্রফি। কোকাকোলা স্পন্সরশিপে আয়োজিত এই প্রদর্শনীতে কেবলমাত্র কোকাকোলার বিশ্বকাপ ক্যাম্পেইনের নির্বাচিত অংশগ্রহণকারীরাই ট্রফি সরাসরি দেখার ও ছবি তোলার সুযোগ পাচ্ছেন।

প্রবেশের জন্য অংশগ্রহণকারীদের বৈধ টিকিটের প্রিন্ট কপি বা স্ক্রিনশট এবং কোকাকোলার ক্যাপ প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে দর্শকদের জন্য কিছু নির্দিষ্ট বিধিনিষেধও জারি করা হয়েছে। ট্রফি স্পর্শ করা, বড় ব্যাকপ্যাক বহন, ধূমপান, টিকিট হস্তান্তর কিংবা কোনো দেশের পতাকা নিয়ে প্রবেশ নিষিদ্ধ। পাশাপাশি ধারালো বা নিরাপত্তা ঝুঁকিপূর্ণ সামগ্রী আনা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে।

ফুটবলপ্রেমী দেশের জন্য বিশ্বকাপ ট্রফির এই সংক্ষিপ্ত সফর নিঃসন্দেহে এক আবেগঘন অভিজ্ঞতা। বিশ্বকাপের আগে এমন আয়োজন দেশের সমর্থকদের উন্মাদনা আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন